বাংলাদেশ কোস্টগার্ড দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে অভিযান চালিয়ে ।
আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে মাদক পাচার হবে। সোমবার সকাল সাড়ে ৯টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনের বিসিজি আউটপোস্ট শাহপরীর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা দুজন মাদককারবারি সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
খন্দকার মুনিফ তকি আরও বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।