সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশে জড়ো করা বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।
এ ছাড়াও ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্যও জব্দ করেছে। এসব পণ্যের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসব পণ্যের মধ্যে রয়েছে- বাংলাদেশি রসুন ও শিং মাছ।
এবং ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কসমেটিক্স, প্রসাধনী, গরু, মাদক ও নানা ধরনের পণ্য।
সুনামগঞ্জ ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেস রিলিজে জানান, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল বিজিবির অভিযানিক দল। এ সময় বাংলাবাজার, সোনালীচেলা ও পাথর কোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ক্রিম, ওষুধ, কাশ্মীরি হিজাব, ত্রিপিস, চিনি, লবণ, গুর এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এ সময় বিজিবির তৎপরতা ঠেরে পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
এ ছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছের চালানও জব্দ করা হয়। বাংলাদেশি ও ভারতীয় এসব পণ্যের মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অপরাধ প্রবণতা রোধে সচেষ্ট আছে বিজিবি।’ জব্দকৃত পণ্য কাস্টমস অফিসে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।