স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে দুটি নতুন ধরনের ল্যাপটপ বাজারে এনেছে। এই ল্যাপটপ দুটি বিশ্ববিখ্যাত এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের। এই ল্যাপটপগুলোতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।এই ল্যাপটপগুলোতে ব্যবহৃত ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ ও ইন্টেল ৭ ১৫৫এইচ প্রসেসরের কারণে এই ল্যাপটপগুলো খুব দ্রুত কাজ করতে পারে।
ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার টাকা এবং দেড় লাখ টাকা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে রয়েছে যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি। দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র্যাম। আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। সিলভার কালারের এ ল্যাপটপ ২টিতেই রয়েছে ২ বছরের বিক্রয় পরবর্তী সেবা।