বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ।
সাক্ষাৎকালে তিনি বলেন, শত শহীদের জীবনের বিনিময়ে একটি ফ্যাসিস্টের পতন ঘটিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের স্বপ্ন সাম্য-সামাজিক মর্যাদা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার বর্তমান সরকার অন্তহীন প্রয়াস অব্যাহত রেখেছে। তিনি দেশের পর্যটন শিল্পের প্রসারে টোয়াবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে টোয়াব নেতাদের প্রতি আহ্বান জানান।