কোস্টগার্ডের সদস্যরা ভোলার দক্ষিণ জোনে অভিযান চালিয়ে ৩টি মিনি ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা ও শাপলা পাতা মাছ জব্দ করেছে।
গত সোমবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় এবং মাদরাসা বাজার রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ টি মিনি ট্রাক তল্লাশি করে ২০ হাজার ৮০০ কেজি (৫২০ মণ) জাটকা ও ১০০ কেজি শাপলা পাতা মাছ এবং ০৩ টি ট্রাকসহ ০৬ জন জাটকা বহনকারীদের আটক করা হয়।
পরবর্তীতে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণকরা হয়। পাশাপাশি শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও আটককৃত জাটকা বহনকারীদের মুসলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।