খিলগাঁও আবাসিক এলাকায় বেআইনী ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৫ নভেম্বর)।
শুক্রবার সন্ধ্যা ৬টা ০১ মিনিটে পল্লীমা সংসদ সংলগ্ন পূর্ব পাশের রাস্তায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বহিরাগতদের দৌরাত্ম, অলিতে-গলিতে উচ্ছৃংখল তরুণ-তরুণীদের অসামাজিক কর্মকাণ্ড, বেপরোয়া গতিতে বিকট শব্দে গাড়ি-মটর সাইকেল চালানোসহ সন্দেহভাজন মাদক বেচা-কেনার মত বেআইনী/অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটপাত রাস্তা অবৈধ ভাবে দখল করে পথচারী ও যানবাহন চলাচলে চরম বিড়ম্বনা সৃষ্টি করছে। খিলগাঁওবাসীর সুনাম ক্ষুন্ন করেছে এবং বিরাজিত পরিবেশ অসহনীয় হয়ে পড়েছে।
এমন পরিস্থিতি প্রতিরোধে পল্লীমা গ্রীণের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
দলে দলে যোগ দিয়ে এবং আওয়াজ তুলে সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রতিবাদ সভা সফল করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।