বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৭তম আসর বসছে আগামী সপ্তাহে। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের আয়োজনে ঢাকার পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হবে ৪ নভেম্বর, সোমবার।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এবারের আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন ও ইতালির ৪৪টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। তাদের মধ্যে আছে ডেনিম কাপড় উৎপাদনকারী মিল, ডেনিম ও নন-ডেনিম পোশাক প্রস্তুতকারক, ওয়াশিং লন্ড্রি, সরঞ্জাম, রাসায়নিক ও যন্ত্রপাতি উৎপাদক ও বিক্রেতা প্রতিষ্ঠান।
দ্য ব্লু নিউ ওয়ার্ল্ড’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠেয় এবারের ডেনিম এক্সপোতে পরিবেশবান্ধব চর্চা, দায়িত্বশীল ফ্যাশন ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি পোশাক খাত নিয়ে একাধিক সেমিনার হবে। এতে সরকারের কর্তাব্যক্তিরা ছাড়াও উদ্যোক্তা, অর্থনীতিবিদ ও বিদেশি ক্রেতা প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে পোশাক ও বস্ত্র খাত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই সম্মিলিতভাবে কার্যকর কৌশল প্রণয়নের এখনই সময়।
তিনি আরও বলেন, এতে যেমন এখনকার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যাবে, তেমনি সামনে যেসব সুযোগ আছে, সেগুলো কাজে লাগানোর ক্ষেত্রে সহায়ক হবে। আমরা একসঙ্গে শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারি।