এবার দুর্গা পূজার ছুটিকে কেন্দ্র করে সমুদ্রকন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল নামে। এতে প্রায় একশ কোটি টাকার বেশি বেচা-কেনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার থেকে টানা ৪ দিনে লক্ষাধিক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটেছে কুয়াকাটায়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শতকোটি টাকা বেচাকেনা হয়েছে।
পূজার ছুটির আজ চতুর্থ দিন ছিলো। কুয়াকাটা সমুদ্র সৈকতে আজও দেখা গেছে পর্যটকের ব্যাপক সমাগম। আবাসিক হোটেল মোটেল কর্তৃপক্ষরা জানান, লম্বা ছুটি কাটিয়ে পর্যটকরা দুপুর থেকেই ফিরে যাচ্ছেন নিজ গন্তব্যে।
আবার অনেক পর্যটকরা আজও আসছেন। আগত কিছু সংখ্যক পর্যটকরা সূর্যাস্ত অবলোকন শেষে রাতে রুম ত্যাগ করবে বলে জানান।
আগত পর্যটকদের নিরাপত্তায় বরাবরের মতো তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। লক্ষাধিক পর্যটকের ভিড়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
বর্ষা মৌসুমসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েকমাস পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। এবার পূজার ছুটিকে ঘিরে লাখো পর্যটকের ঢল নামে। এতে পর্যটনমুখী ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। অচিরেই সুদিনের প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যসায়ীদের।
পর্যটক আলী হোসেন বলেন, কুয়াকাটা আগামীর সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র। আমাদের দেশের এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র পর্যটন শিল্প এবং দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে।
যারাই বিদেশে ভ্রমণে যাচ্ছেন তাদেরকে আহবান জানাবো যাতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করেন। এতে করে আমাদের দেশ অর্থনীতিতে আরো এগিয়ে যাবে। তবে কুয়াকাটা আসতে কলাপাড়া থেকে মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হলে পর্যটক সাচ্ছন্দ্যে ভ্রমণে আসতে পারবে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মো.আনসার উদ্দিন বলেন, পূজার ছুটিতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সহ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।
আমরা পর্যটকদের নিরাপত্তায় দিনরাত নিরলস কাজ করছি। স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে টুরিস্ট পুলিশ আগামী দিনগুলোতে পর্যটকদের সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো বলে আমাদের প্রত্যাশা।
পর্যটন সংবাদ/