এখন থেকে বিদেশ ভ্রমণে একজন ব্যক্তি সর্বোচ্চ ২ হাজার ডলার ক্যাশ নিতে পারবে। এর আগে নেওয়া যেতে এক হাজার ডলার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ও পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এদিন সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার ও বৈধ মানি চেঞ্জারে পাঠিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ব্যক্তিগত ভ্রমণের সময়ে নগদ আকারে এক হাজার মার্কিন ডলার বা সমতুল্য থেকে সীমা দুই হাজার মার্কিন ডলার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সার্কুলারে হজ তীর্থযাত্রার বিষয়ে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের সরকারের হজ নীতির পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রা ছাড়ার জন্য জারি করা নির্দেগুলো প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে।