আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বিএনপি। আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় এ র্যালি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বেলা আড়াইটায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
র্যালিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটি- শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
কর্মসূচিতে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।