শারদীয় দুর্গোৎসবের ছুটিতে কক্সবাজার এসেছেন কয়েক লাখ পর্যটক। টানা চারদিনের ছুটিতে পর্যটনের এই নগরে অনেকে ফ্যামিলি ট্যুর, অনেকে গ্রুপভিত্তিক, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান রিজার্ভ বাস নিয়ে ভ্রমণে এসেছেন। তারা বাস নিয়ে ভোগান্তিতে পড়ছেন। এই ভোগান্তি থেকে পর্যটকদের রক্ষা করতে জেলা পুলিশ দিচ্ছে অনলাইন বাস টার্মিনাল সেবা।
অনলাইনে তথ্যছক পূরণ করে গত তিনদিনে ৭১টি আবেদনের মাধ্যমে ৯০টি বাস শহরে প্রবেশের অনুমতি পেয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারে পর্যটন এলাকার নিরাপত্তা ও যানজট নিরসনের স্বার্থে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরে বাস প্রবেশের বিধিনিষেধ থাকায় ট্যুরিস্ট বাসগুলো নানা বিড়ম্বনার শিকার হতো। এতে পর্যটকরা ভোগান্তির শিকার হতেন।
কক্সবাজারে আগত পর্যটকদের ভ্রমণকে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার তাগিদ থেকে কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের নেওয়া উদ্যোগ ‘অনলাইন বাস টার্মিনালে’ রয়েছে অনলাইন আবেদন করার পর্যটনবান্ধব ফিচার। পর্যটকরা অনলাইন বাস টার্মিনালের ওয়েবসাইটে (www.obtcoxsbazar.com) সুনির্দিষ্ট তথ্যছক পূরণ করে আবেদনের মাধ্যমে ট্রাফিক বিভাগের অনুমতি সাপেক্ষে হোটেল পর্যন্ত বাস নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, ওয়েবসাইটে অনুমোদিত আবেদনগুলোর স্ট্যাটাসসহ বাসের রেজিস্ট্রেশন নম্বর, বাস প্রবেশের সময় ও পার্কিংয়ের নাম প্রদর্শিত হয়। গত ১১ অক্টোবর থেকে গতকাল ১৩ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে রবিবার ৩ দিনে অনলাইনে ৭৫টি আবেদন গ্রহণ করা হয়।
ত্রুটিপূর্ণ আবেদনের জন্য ৪টি আবেদন অনুমোদন করা হয়নি। অবশিষ্ট ৭১টি আবেদনে মোট ৯০টি ট্যুরিস্ট বাস প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি মনে করেন, রিজার্ভ ট্যুরিস্ট বাস প্রবেশের অনলাইনে অনুমতি প্রদানের মাধ্যমে জেলা পুলিশের পর্যটনবান্ধব এই সেবা পর্যটন নগরীর গুনগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
পর্যটন সংবাদ/