রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি পুনর্মিলনী-২০২৪ আগামী ২৫ ডিসেম্বর। ওইদিন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক ছাত্ররা মেতে উঠবেন প্রাণের উৎসবে। এরইমধ্যে চলছে নিবন্ধনসহ জোরালো প্রস্তুতি।
এ অনুষ্ঠানের রেজিষ্ট্রেশনের শেষ সময় ছিলো ১০ ডিসেম্বর। তবে সবার সুবিধার জন্য নিবন্ধনের সময় বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
‘ওল্ড বয়েজ অ্যাসেসিয়েশন অব খিলগাঁও সরকারি হাই স্কুল (ওবাক)’ এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এবারের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের আমন্ত্রণ ও রেজিষ্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।
রেজিষ্ট্রেশনের জন্য ওবাক কার্যালয়ে সন্ধ্যা ৬ থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অথবা ০১৯১২৯০৮৭৭৮ বা ০১৮৮৬৪৬৬০৬৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৬৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়ের পাশাপাশি এখানে কলেজ শাখাও রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে পরিচিত। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি।