গাজীপুর মহানগরীর টঙ্গীতে তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (২৯ নভেম্বর) রাতে তিনি অসুস্থ হয়ে মারা যান।মৃত আব্দুল হাকিম আকন্দ (৭২) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দুলালি এলাকার বাসিন্দা।
তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জোড় ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশের প্রায় দুই লাখ মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে এসেছেন। এরমধ্যে বিভিন্ন দেশের ২৫৭ জন মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।