দেশের অন্যতম নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেট্রোসেম সিমেন্ট লিমিটেড’ কক্সবাজারে রিটেইলার ভ্রমণ উৎসব আয়োজন করেছে। কক্সবাজারের পাঁচ তারকা হোটেল লংবিচে আয়োজিত এ অনুষ্ঠানে সারা দেশ থেকে মেট্রোসেম সিমেন্টের ভ্রমণ উৎসবে অফারে বিজয়ী ৫ শতাধিক রিটেইলার অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপি এই অনুষ্ঠান কক্সবাজার ভ্রমণ, গেমস, বীচ ফুটবল-এর পাশাপাশি জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্ল্যাহ। তিনি সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বমানের সিমেন্ট উৎপাদনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ অবকাঠামো তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেট্রোসেম সিমেন্ট।
আগামীর এই পথচলা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের চিফ বিজনেস অফিসার, আসাদুল হক সুফিয়ানী বর্তমান সিমেন্ট ব্যবসার প্রসার ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে একসঙ্গে একপথে চলার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। তিনি আগামী দিনগুলোতে রিটেইলারদের একইভাবে মেট্রোসেম সিমেন্টের পাশে থাকার আহবান জানান।