সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে ১০ হাজার ৩০৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে
আজ বুধবার (২০ নভেম্বর) হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ইন্দোর জাতের পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ৭২ থেকে ৭৫ টাকা (সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছিল ৯৫ থেকে ৯৮ টাকা কেজি দরে) আর নতুন জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা (সপ্তাহ খানেক বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯২ টাকা)। বন্দরে সাউথ জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে (সপ্তাহখানেক বিক্রি হয়েছিল ১০০ থেকে ১০২ টাকা)।
পাইকারি ব্যবসায়ী রাশেদুজ্জামান বলেন,আজ বন্দরে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমাদের আড়ত গুলোতে চাহিদা না থাকায় আমরা তেমন একটা পেঁয়াজ কিনছি না যার কারণে দাম কমেছে। তবে আলুর দাম একটু বেশি। দাম কমলে তো আমাদের জন্য ভালো হয়।’
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর আলম বাবু বলেন, ‘পেঁয়াজের আমদানি অনেকটাই বেড়েছে তবে বন্দরে ক্রেতা কমেছে যার কারণে পেঁয়াজের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম।’ দাম আরও কমে আসবে বলে জানান তিনি।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন মোকামে চাহিদামতো সরবরাহ করে থাকি। বর্তমানে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ যেমন কিছুটা বেড়েছে তেমনি আগের তুলনায় দাম কমতে শুরু করেছে। দুই থেকে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকার মতো কমে গিয়েছে। তিন দিন আগে আমরা যে পেঁয়াজ প্রকারভেদে ৯৮ থেকে ১০২ টাকা দরে ক্রয় করে মোকামে পাঠিয়েছিলাম, এখন সেই পেঁয়াজ দাম কমে ৮৫ থেকে ৯০ টাকায় নেমেছে। এতে করে আমরা যারা পাইকার রয়েছি তাদের জন্য পেঁয়াজ ক্রয় করায় অনেকটা সুবিধা হয়েছে। পেঁয়াজের দাম কমের কারণে মোকামে পেঁয়াজ ক্রয়ের আদেশ যেমন বেশি আসছে তেমনি আমাদের পুঁজি কম লাগছে। তাই বাড়তি পণ্য পাঠানো সম্ভব হচ্ছে। যার কারণে আমাদের আয় খানিকটা বেড়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় কিছুটা বেড়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য তাই ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশের পর সিঅ্যান্ডএফ এজেন্টরা বিল অব এন্ট্রি সাবমিট করলে দ্রুত সেই পেঁয়াজের পরীক্ষণ শুল্কায়ন সম্পন্ন করা হয়। আরোপিত শুল্ক পরিশোধ করা সাপেক্ষে দ্রুত যেন বন্দর থেকে খালাস করে নিয়ে বাজারজাত করতে পারেন সেজন্য সবধরনের ব্যবস্থা রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সোমবার বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৯৩৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।