Tcryক্রিপ্টোবান্ধব ডোনাল্ড ট্রাম্প ভোটের মাঠে অনেক এগিয়ে রয়েছেন। এমন পরিস্থিতিতির মধ্যে ডিজিটাল মুদ্রা বিটকয়েনে ব্যাপক আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। এর ফলে বিটকয়েনের দাম আজ ৭৫ হাজার ডলারের ওপরে উঠেছে, যা এর সর্বকালের সর্বোচ্চ দাম। এদিন সর্বোচ্চ ৭৫ হাজার ৩৬১ ডলারে দাম উঠেছিলো ডিজিটাল এ মুদ্রাটির।
বুধবার (৬ নভেম্বর) বেশ কয়েকটি জনপ্রিয় ডিজিটাল মুদ্রা এক্সচেঞ্জ সাইট থেকে এ তথ্য জানা গেছে।
একদিন আগেও (৫ নভেম্বর) প্রতিটি বিটকয়েন ৬৮ হাজার ডলারে আশেপাশে লেনদেন হচ্ছিলো। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে ৭ হাজার ডলারের বেশি দাম বেড়েছে বিটকয়েনের।
ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এই আশায় সাম্প্রতিক সময়ে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
মার্কিন নির্বাচনকে সামনে রেখে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতির মূল কারণ নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোড়াল অবস্থান।
বিশেষ করে ট্রাম্প ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতিমালা নিয়ে আসবেন এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনবেন।
ক্রিপ্টো-সংশ্লিষ্টদের অনেকেই তাই ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পক্ষে বাজি ধরছেন। আর তারই প্রতিফলন ঘটেছে বিটকয়েনের বাজারে। গত ১১ অক্টোবর থেকে এখন পর্যন্ত কয়েক বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ প্রবাহ বা ইনফ্লো লক্ষ্য করা গেছে স্পট বিটকয়েনের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ)।
বিটকয়েনের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বিটকয়েন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।
বিটকয়েনের দাম রেকর্ড বৃদ্ধি পেলেও এই রিপোর্ট লেখার সময় দাম কিছুটা হ্রাস পেয়ে ৭৪ হাজার ১৫০ ডলারে পৌঁছেছে। তবে আমেরিকায় ভোট ও ভোটের ফলাফলের উপর বিটকয়েনের দামে আরও বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে।