বেঙ্গল বোট নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছে নতুন যাত্রা। একদল তরুণের স্বপ্ন, বেঙ্গল বোট ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।
সমাজের যুবসমাজ এখন অধপতনের দিকে যাচ্ছে। তাই এ যুবসমাজকে অধপতন থেকে রক্ষা করতে ‘বেঙ্গল বোট’ নতুন একটি উদ্যোগ নিয়েছে।
কয়েকজন যুবক মিলে তৈরি করছেন ছোট ছোট ডিজিটাল বোট। আর সেগুলো দিয়ে খাল-বিলে ও নদীতে প্রতিযোগিতায় মেতে উঠছেন।
তাদের আশা, বেঙ্গল বোটের কমিউনিটি অনেক বড় হবে। এছাড়া সারা বিশ্বে এ কমিউনিটি ছড়িয়ে পড়বে।
কমিউনিটির সদস্য ইসমাইল বলেন, আমরা রোবটিক্স নিয়েও কাজ করি। আবার বোট নিয়েও কাজ করি। বোট নিয়ে কাজ করা আমাদের প্যাশন। আমরা ক্লাস এইট থেকে রিমোট কন্ট্রোল বোট নিয়ে কাজ করছি। ধীরে ধীরে এটি আরো অনেক দূর এগিয়েছে।
আগামীতে এই বেঙ্গল বোটের কমিউনিটি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
জানা গেছে, নিজেরা বোট রেসিংয়ের পাশাপাশি বিভিন্ন ভার্সিটির সঙ্গেও এই গ্রুপটি প্রতিযোগিতায় মেতে ওঠে।
তবে বাংলাদেশে এরকম বোট রেসিং খুব কমই হয় বলে জানিয়েছে বেঙ্গল বোট সংশ্লিষ্ট ইসমাইল।
পর্যটন সংবাদ/