বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের ১৫তম এজিএম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)।
ভ্যাট প্রফেশনালস ফোরামের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য ড. মো. শহিদুল ইসলাম।
এছাড়া সভাপতিত্ব করেন বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ড. মো. আব্দুর রউফ। আর বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রেসিডন্ট মো. হেলাল উদ্দিন
সংশ্লিষ্টরা জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ ফোরামের এজিএম অনুষ্ঠিত হয়েছে।
এদিন ফোরামের আজীবন এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে।
পর্যটন সংবাদ/