ব্যাবসায়ী এবং শিক্ষার্থী পর্যায়ে ভ্যাট ম্যানেজমেন্ট নিয়ে কর্মশালার আয়োজন করেছে ইআরপি সলিউশন বিডি। পল্লীমা সংসদের শহীদ বাকী স্মৃতি পাঠাগার মিলনায়তনে আগামী ২৮ সেপ্টেম্বর কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
ইআরপি সলিউশনের সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইআরপি সলিউশনের প্রতিষ্ঠানতা সালেহ মুহাম্মদ সাকি জানান, বাংলাদেশের মোট রাজস্বের ৪৯ শতাংশ আসে ভ্যাট অথবা মূল্য সোংযোজন কর থেকে। কিন্তু আমাদের দেশের তথা আমাদের এলাকার অধিকাংশ ব্যাবসায়ীদের ভ্যাট সম্পর্কে আগ্রহ বা জ্ঞান কম। তাই আগামী ২৮ সেপ্টেম্বর পল্লীমা সংসদে ব্যাবসায়ী এবং শিক্ষার্থী পর্যায়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি সূত্রে আরও জানা যায়, আলোচ্য দিনে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত একটা ফ্রি সেশন আয়োজন করা হয়েছে। সেশনটিতে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনাম ধন্য এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট মো. আসাদুজ্জামান।
ভ্যাট রিটার্ন সাবমিশন সহ ভ্যাট হিসাব রাখার যাবতীয় সকল পদ্ধতি ইনফরমেশন শেয়ার করবেন আসাদুজ্জামান।
প্রতিষ্ঠানটি আরও জানায়, কিছুদিন পরে ভ্যাট অডীট শুরু হবে। ভ্যাট গোয়েন্দা বড় ছোট সুপারশপ দোকানে গিয়ে রেইড দেয়া শুরু করবে। তাই এখনই সময় ভ্যাট সম্পর্কে জানার, ভ্যাট সম্পর্কে শিখার।
এছাড়াও পল্লিমা সংসদের সদস্য, খিলগাঁও এলাকার ব্যাবসায়ীরা এ কর্মশালায় উপস্থিত থাকবেন। ভ্যাট সম্পর্কে সুস্পষ্ট জানার আগ্রহ থাকলে আগামী ২৮ সেপ্টেম্বরের ফ্রি ভ্যাটের সেশনে জয়েন করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন- 01670-161272, 01714-072111 এই নম্বরে।
পর্যটন সংবাদ/