এই তো কিছু দিন হলো তোমাদের এইচএসসির রেজাল্ট দিয়েছে। আশা করি সবাই আনন্দ দু:খের সময় পাশ কাটিয়ে এখন এডমিশন নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছো।
ন্যাশনাল আইডিয়াল কলেজের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে এক পোস্টে এভাবেই বলা হয়েছে।
শিক্ষার্থীদের লক্ষ্য করে আরও যা বলা হয়েছে-
আমাদের ইন্টার্নাল সার্ভে আর ২৪ ব্যাচের অনেকেরই অনুরোধে আমরা আসছে রবিবার (২৭শে অক্টোবর) একটা জুম ওয়েবিনারের আয়োজন করেছি।
যেখানে তোমাদের সাথে আলোচনা হবে এডমিশন টেস্টের বিভিন্ন স্ট্রাটেজি ও দিক নির্দেশনা নিয়ে। আমাদের এই সেমিনারটি কনডাক্ট করবে বাংলাদেশে বিভিন্ন বিখ্যাত কোচিং সেন্টারের ভাইয়ারা। যারা আমাদের কলেজেরই প্রাক্তন ছাত্র। (আগামী কয়েকদিনের মধ্যেই আমরা সকলের পরিচয় নিয়ে পোষ্ট করবো)
যেভাবে জয়েন করবে আমাদের এই জুম ওয়েবিনারে:
১) নিচের ফর্মটি ফিল আপ করতে হবে।
২) আমরা প্রত্যেকের ইমেইল এড্রেসে জুম ওয়েবিনার লিংক পাঠিয়ে দিবো।
* রেজিস্ট্রেশন ব্যতীত কাউকে জুম ওয়েবিনারে অংশ গ্রহন করতে দেওয়া হবে না। (এই ওয়েবিনার সম্পূর্ণ ফ্রি। কাউকে এই ওয়েবিনারের জন্য কোন প্রকার অর্থ প্রদান করা লাগবে না)
ফর্ম লিংকঃ https://forms.gle/erHBGviRrQ1UMJUd8