জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (আইনশৃঙ্খলা) এস এম মাসুদ রানা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ।
মাসুদ রানা জানান, গতকাল সোমবার সকাল ১০টার দিকে অজ্ঞাতপরিচয়ে মুঠোফোনে উপাচার্যকে হুমকি দেওয়া হয়। উপাচার্য তখন ঢাকার ধানমন্ডির বাসায় ছিলেন। পরে দুপুরে ধানমন্ডি থানায় জিডি করা হয়।
উপাচার্য এ এস এম আমানুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় যোগদান করার পর বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি; পাশাপাশি সংস্কারও করা হচ্ছে। এরই মধ্যে অনেককে বদলি করা হয়েছে। ধারণা করছি, এসব কারণে কেউ ক্ষোভ থেকে ফোন করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। অজ্ঞাতপরিচয়ে দুষ্কৃতকারীরা ফোন করে বলে, “আপনি যা খুশি, তা–ই করছেন। সিন্ডিকেট তৈরি করছেন। এসব থেকে বিরত না থাকলে আপনাকে গুলি করে হত্যা করা হবে। শুধু আপনাকে নয়, আপনার সাথে যারা আছে, আপনার একান্ত সচিবসহ অন্যদেরও হত্যা করা হবে।”’
এদিকে উপাচার্যকে হুমকি দেওয়ার নিন্দা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের সংস্কার, সার্বিক উন্নয়ন কার্যক্রম ও দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে হুমকি দিয়ে নানাভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এ ধরনের হত্যার হুমকির নিন্দা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীরা।