অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া রোবেদ আমিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে বর্ণনা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠনটি গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে রোবেদের নিয়োগ আদেশ বাতিলসহ ৭ দাবি তুলে ধরেছে।
ড্যাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, “আমরা আশা করেছিলাম, এই মহাপরিচালক পদটিতে যোগ্য ব্যক্তির পদায়ন, যিনি স্বৈরাচারী সরকারের দোসর ছিলেন না। কিন্তু নতুন পদায়িত ব্যক্তি ডা. রোবেদ আমিন ফ্যাসিবাদের একজন দোসর হিসেবে বিগত শেখ হাসিনা সরকারের সকল দুর্নীতির সিন্ডিকেটের সক্রিয় সদস্য।”
ডা. সালাম বলেন, ‘‘৩ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের দোসর চিকিৎসকদের অংশগ্রহণে যে শান্তি সমাবেশ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, তার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত বর্তমানে নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক।
“ছাত্র-জনতার আন্দোলন যে চেতনার বিরুদ্ধে, উচ্চাভিলাষী, পদলোভী চিকিৎসককে বৈষ্যম বিরোধী চিকিৎসক সমাজ কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। এহেন ব্যক্তিকে অনতিবিলম্বে মহাপরিচালকেরে পদ থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৈষ্যম বিরোধী চিকৎসক-কর্মচারীর ক্ষোভ প্রশমিত হবে না।”
পর্যটন সংবাদ/