সাভারে সুশীল রাজবংশী (৪৫) নামে এক ব্যক্তি খুুন হয়েছেন ।গণেশ (২২) নামে এক কিশোর গ্যাংয়ের এক সদস্যের হাতে । এ অপরাধে গণেষকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
আজ শনিবার (০২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত শুক্রবার (০১ নভেম্বর) দিনগত রাতে সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সুশীল রাজবংশী সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার মৃত রঞ্জিত রাজবংশী ছেলে। অপরদিকে আটক গণেশ একই এলাকার সুশীল রাজবংশীর ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাতে সুশীল রাজবংশী একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় গণেশ প্রকাশ্যে একটি ছুরি নিয়ে ঘুরছিলেন। সে সময় সুশীল তাকে ছুরি নিয়ে ঘুরতে নিষেধ করেন। এতে গণেশ উত্তেজিত হয়ে সুশীলের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় সুশীলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে সুশীলের মরদেহ উদ্ধার করে।
ঢাকা জেলা অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড ট্র্যাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গণেশকে শাসন করায় সুশীলকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং এতে সুশীলের মৃত্যু হয়েছে। পরে তাৎক্ষণিক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গণেশকে আটক করে।