আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণঅধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণঅধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।
ভিপি নুর বলেন, রাজনীতি কোনো জমিদারি বন্দোবস্ত নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সাম্রাজ্য নয়। রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। এগুলো চলবে না।
তিনি আরো বলেন, পায়রা পোর্টকে কীভাবে বাণিজ্যিকভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।